ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একে অপরের বন্ধু : আবু তাহের

ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একে অপরের বন্ধু : আবু তাহের

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি- দুপচাঁচিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার এমপি প্রার্থী নুর মোহাম্মাদ আবু তাহের বলেছেন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা সম্প্রতির বন্ধনে থাকতে চাই।

মসজিদ, মন্দির কিংবা যেখানেই প্রার্থনা করা হোক না কেন ঘুরে ফিরে সৃষ্টিকর্তাকেই স্বরণ করা হয়। আসুন আমরা সবাই কাঁধে কাঁধে মিলে ঐক্যবন্ধ হয়ে দুর্নীতি মুক্ত আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়তে চাই। সবাইকে মনে রাখতে হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা একে অপরের বন্ধু।

তিনি গতকাল বৃহস্পতিবার রাত ৯ টায় আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দিরে গীতাপাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বিভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সুভায় চন্দ্র সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, আদমদীঘি সদর ইউনিয়ন জামায়াতের আমীর ইদ্রিস আলী, হাজী তাছের আহম্মেদ মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তফা আহম্মেদ নাইডু, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী রশিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী ফরিদুল ইসলাম, জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি আহসান হাবিব তুহিন, সহ-সভাপতি রুহুল আমিন, সেক্রেটারী বেলায়েত হোসেন, ওর্য়াড জামায়াতের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সেক্রেটারী মিজানুর রহমান প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149829