ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্কঃ  ক্রাইস্টচার্চ টেস্টে চোট পড়ে দলের একাধিক গুরুত্বপূর্ণ সদস্য। এরপর ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসের সেরা বোলার ব্লেয়ার টিকনারকেও হারাল নিউজিল্যান্ড। তবে চোটের এই মিছিলও কিউইদের বড় জয় ঠেকাতে পারেনি। একজন কম খেলা স্বাগতিকদের বিপক্ষে নূন্যতম লড়াইও করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।

আজ ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় সেশনেই জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। ক্যারিবিয়দের কিউইরা হারিয়েছে ৯ উইকেটে। দ্বিতীয় ইনিংসে সফরকারীদের ১২৮ রানে অলআউট করে নিউ জিল্যান্ড। 

এরপর ৫৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৭.১ ওভারেই জয় নিশ্চিত করে টম লেথামের দল। এই জয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে আগের টেস্টে রেকর্ড গড়ে ড্র করে ওয়েস্ট ইন্ডিজ। 

ম্যাচ সেরা হন ম্যাচে ৬ উইকেট নেওয়া জ্যাকব ডাফি। দ্বিতীয় ইনিংসে ৩৮ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে রোস্টন চেজের দলকে গুড়িয়ে দেন মাত্র এই পেসার। এর আগে ক্রাইস্টচার্চ টেস্টেও পাঁচ উইকেট নেওয়া ডানহাতি এই পেসার মাত্র তৃতীয় টেস্টেই দ্বিতীয় ফাইফার পেলেন।

আজ দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৩২ রান নিয়ে ৪১ রানে পিছিয়ে থেকে দিন শুরু ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রথম টেস্টের মতো এবার দলের হার ধরতে পারেনি ক্যারিবিয়ান কোনো ব্যাটারই। নিউজিল্যান্ডের একজন কম বোলারের সুযোগ কাজে লাগানো দূরে থাক, উল্টো নিয়মিত বিরতিতে উইকেট খোঁয়াতে থাকে তারা।

পতনের শুরু হয় দলীয় ৫০ রানে ব্র্যান্ডন কিং ফিরলে। ২২ রান করা ওয়েস্ট ইন্ডিজের ওপেনার কাটা পড়েন রান আউটে। তৃতীয় উইকেটে হভেম হজ-কিংয়ের ২৫ রানেরই জুটিই ছিল উইন্ডিজদের দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ। ডাফি আর অভিষিক্ত মিচেল হে থিুত হওয়ার সুযোগ দেননি কোনো ব্যাটারকেই। দুই ওপেনারের পর দুই অঙ্ক স্পর্শ করেছেন কেবল হজ (৩৫) আর জাস্টিন গ্রিভস (২৫)। ডাফি-হে এর তোপে ৪৬.২ ওভারে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস।

মামুলি লক্ষ্য তাড়ায় নেমে ওয়ানডে গতিতে রান তোলে নিউ জিল্যান্ড। ৯ রান করা অধিনায়ক টম লেথামের উইকেটিই শুধু হারায় স্বাগতিকরা। ডেভন কনওয়ে-কেইন উইলিয়ামসনের ৩১ রানের অবিচ্ছিন্ন জুটিতে লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা। কনওয়ে অপরাজিত ছিলেন ২৮ রানে আর উইলিয়ামসন ১৬।

আগামী ১৮ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইতে হবে সিরিজের তৃতীয় টেস্ট।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149771