বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন

বগুড়ায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন

স্টাফ রিপোর্টার: বগুড়ায় আদালত চত্বর থেকে শাহিদ ওরফে মিরপুর (২০) নামে এক আসামি পালিয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ১০টা পর্যন্ত ফের তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে বগুড়া কোর্ট ইন্সপেক্টর মো: শহিদুল ইসলাম বলেন, তাকে ফের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

গত বুধবার রাত পৌনে ৯টার দিকে শহরের কবি নজরুল ইসলাম সড়কে আকবরিয়া হোটেলের সামনে এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন চুরির সময় স্থানীয় জনতা তাকে আটক করে। এরপর সদর ফাঁড়ির এএসআই নুরুজ্জামান ফোর্সসহ সেখানে গিয়ে মিরপুরকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে পুলিশ তাকে ১৫১ ধারায় আদালতে প্রেরণ করে। কিন্তু আদালত চত্বরে হাজতখানা সংলগ্ন স্থান থেকে তাকে পুলিশের গাড়িতে তোলার সময় সন্ধ্যা ৬টার দিকে সে দৌড়ে পালিয়ে যায় ।

পালিয়ে যাওয়া শাহিদ ওরফে মিরপুর (২০) বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চাঁনপাড়া এলাকার নুর আলম ওরফে নুরবাদের ছেলে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149750