নাটোরের বাগাতিপাড়ায় কবর থেকে উদ্ধার হলো যুবকের হারানো মোবাইল ফোন

নাটোরের বাগাতিপাড়ায় কবর থেকে উদ্ধার হলো যুবকের হারানো মোবাইল ফোন

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের বাগাতিপাড়ায় দাফনের সময় কবরস্থানে হারানো মোবাইল ফোন একরাত পর কবর খুঁড়ে উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তীপুর সামাজিক কবরস্থানে।

স্থানীয় যুবক সামিউল ইসলাম সামি জানাজা ও দাফন কাজে অংশ নিতে গিয়ে কবরের কাছে গিয়ে মোবাইলের টর্চ ব্যবহার করেন। পরে টর্চ বন্ধ করে ফোনটি জ্যাকেটের পকেটে রাখলেও দাফন শেষে বাড়ি ফিরে আর সেটি পাননি। সারারাত কল দিলে কখনো রিং হতো, কখনও হতো না। এতে তিনি নিশ্চিত হন ফোনটি কবরের ভেতরেই রয়েছে।

গত বুধবার সকালে এলাকাবাসী ও কয়েকজন আলেমের পরামর্শে কবরের উপরের দিকের মাত্র এক হাত মাটি তুলে মোবাইলটি উদ্ধার করা হয়। দাফনের সময় খাপাচির ওপর মোবাইলটি পড়ে থাকায় এটি গভীরে যায়নি বলে জানান জয়ন্তীপুর বাজার জামে মসজিদের ইমাম আব্দুর রউফ।

এ ঘটনায় এলাকায় বিস্ময় ছড়িয়ে পড়েছে। সামি জানান, ‘রাতে বুঝেছিলাম ফোন কবরেই আছে। আলহামদুলিল্লাহ, সকালে পেয়ে স্বস্তি পেয়েছি।’ এলাকাবাসীর মতে, এমন ঘটনা আগে কখনও ঘটেনি এবং বিষয়টি এখন এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149732