নির্বাচনে সালাহউদ্দিনের প্রতিদ্বন্দ্বি হলেন তার শিক্ষক

নির্বাচনে সালাহউদ্দিনের প্রতিদ্বন্দ্বি হলেন তার শিক্ষক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাইমুল আহসান খানকে। বুধবার (১০ ডিসেম্বর) দলের চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম প্রকাশ করা হয়।

ড. মাইমুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বিএনপির বর্তমান প্রার্থী সালাহউদ্দিন আহমেদের শিক্ষক ছিলেন। ফলে আসনটিতে এবার সাবেক শিক্ষক–শিক্ষার্থীর সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে।

এ মুহূর্তে ড. মাইমুল ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাংয়ের আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও পরিচিত।

এর আগে ৩ নভেম্বর বিএনপি ২৩৭ আসনে প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করে, যেখানে কক্সবাজার–১ থেকে মনোনয়ন পান স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149669