জয়পুুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জয়পুুরহাটের পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বাগজানা (জয়পুুরহাট) প্রতিনিধি : পাঁচবিবির সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে রবিউল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া লেভেল ক্রসিং থেকে ২০০ মিটার উত্তরে গোপালপুর মুন্সী পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক বাগজানার চেঁচড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিউল সকালের দিকে আটাপাড়া রেলগেট থেকে উত্তর দিকে রেললাইনের পাশে ঘুরাফেরা করছিল। এসময় কুড়িগ্রাম  থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আসলে সে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149643