রোকেয়া হলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

রোকেয়া হলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

ঢাবি প্রতিনিধি:  সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রোকেয়া হল শাখা।

বুধবার (১০ ডিসেম্বর )বাদ আসর অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন হল ছাত্রদলের আহ্বায়ক শ্রাবনী আক্তার। মাহফিলের শুরুতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক ভূমিকা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান তুলে ধরে বক্তব্য দেন শ্রাবনী।

তিনি রোগমুক্তি ও দীর্ঘায়ুর জন্য সবার কাছে দোয়া কামনা করেন। দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আয়েশা মনি।

এ সময় উপস্থিত ছিলেন রোকেয়া হল শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রাবন্তী হাসান বন্যা, যুগ্ম আহ্বায়ক সাকিবা সুলতানা বন্যা, যুগ্ম আহ্বায়ক মেহনাজ রহমান নিস্ফা, অন্যান্য নেতা-কর্মী এবং শিক্ষার্থীরা। মাহফিলে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149598