রাজবাড়ীতে সদর উপজেলার বসন্তপুরহাটের নজর আলী কেন্দ্রীয় জামে মসজিদে রাতের আঁধারে দানবাক্সের তালা কেটে টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমান জানান, মসজিদের পাশের দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ২টা ৪৭ মিনিটে দুই যুবক হেঁটে এসে প্রথমে দানবাক্সের পাশে থাকা লাইট জ্বালায়। এরপর তারা দানবাক্সের তালা কেটে টাকা চুরি করে চলে যায়।
তিনি বলেন, দানবাক্সটি সাধারণত ১০–১৫ দিনের ব্যবধানে খোলা হয়। এতে সাধারণত ৫–৭০০ টাকা পাওয়া যায়। শেষবার ১০ দিন আগে তালা খোলা হয়েছিল, তখন প্রায় ৫০০ টাকা ছিল। ধারণা করা হচ্ছে, এই ১০ দিনের মধ্যে চোরেরা প্রায় ৫০০–৭০০ টাকা চুরি করেছে।
হাফেজ মাওলানা আরও জানান, মসজিদের দানবাক্সে এর আগেও তিন–চারবার চুরির ঘটনা ঘটেছে।