কুড়িগ্রামের রৌমারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের দিগলাপাড়া গ্রামে দুই মামা-ভাগিনা বাড়িরসংলগ্ন পুকুরের পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পড়ে পানিতে ডুবে মারা গেেছ। তারা হলো-সাভাব (২) ও আবু তোহা (২)। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। মৃত্যু সাভাব ও আবু তোহা একই গ্রামের শাহাজাহান মন্ডল ও আবু তালেবের ছেলে বলে জানা গেছে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পর্কের মামা-ভাগিনা শিশু দুটি সবার অজান্তে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পুকুরে ডুবে যায়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজির এক পর্যায় অচেতন অবস্থায় শিশু দু’টিকে গলাগলি ধরা অবস্থায় পানি থেকে উদ্ধার করেন। 

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিউর রহমান ও রৌমারী থানার এসআই শাহানুর রহমানসহ কয়েকজন পুলিশ ঘটনাস্থলে যান।  

 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149570