বগুড়ায় ২৬ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ
স্টাফ রিপোর্টার : বগুড়ায় র্যাব-১২ এর অভিযানে ২৬ হাজার কেজি অবৈধ ও নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে শহরের শিববাটি এলাকায় অভিযান চালিয়ে এই পরিমাণ পলিথিন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মোবাইল কোর্টের এই অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব-১২-এর স্কোয়াড লিডার ফিরাজ আহমেদের নেতৃত্বে র্যাব-১২ এর একটি দল অভিযান চলাকালে কালিতলা শিববাটি এলাকায় শিবু নামের এক ব্যক্তির মজুদস্থানে তল্লাশি চালিয়ে প্রায় ২৬ হাজার কেজি অবৈধ ও নিষিদ্ধ পলিথিন জব্দ করে। অভিযানে জব্দ করা পলিথিনগুলো পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে যথাযথভাবে ধ্বংস করা হবে বলে জানা গেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149560