পল্টন এলাকা থেকে ৬ ভুয়া র‍্যাব গ্রেফতার

পল্টন এলাকা থেকে ৬ ভুয়া র‍্যাব গ্রেফতার

রাজধানীর পল্টন এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে র‍্যাবের কটি, হ্যান্ডকাফ ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, পল্টন এলাকা থেকে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম জানায়নি র‍্যাব। এ বিষয়ে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149543