বগুড়ায় কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান সাইবারটেকের মালিক ঢাকায় গ্রেফতার

বগুড়ায় কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান সাইবারটেকের মালিক ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ার কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান সাইবারটেকের মালিক মোহাম্মদ আলী জাহিদ (৪৫)কে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। তিনি বগুড়া শহরের কামারগাড়ী এলাকার মৃত অধ্যাপক আব্দুস সাত্তারের ছেলে। গত ৬ ডিসেম্বর রাত সাড়ে ৮ টার দিকে ঢাকার টেকনিক্যাল মোড় হতে বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে গ্রেফতার করা হয়। গত রোববার ঢাকা সিএমএম আদালতে তাকে হাজির করা হলে সংশ্লিষ্ট আদালত আসামি জাহিদকে ৩ দিনের রিমান্ড মুঞ্জুর করেন। ডিএমপির কোতয়ালি থানার এসআই সজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, আসামি জাহিদের বিরুদ্ধে ভোক্তভোগী হয়ে মামলা করেছেন বগুড়ার বিধবা নারী মোছা: মোস্তাফিয়া ফেরদৌসি।  মামলার বাদিনী ৩ সন্তানের জননী। বিগত ২০১৮ সালে বাদিনীর স্বামী ইন্তেকাল করেন। বাদিনী বগুড়া শহরে কম্পিউটার প্রতিষ্ঠানে কম্পিউটার কোর্স করাকালীন ধৃত আসামি মোহাম্মদ আলী জাহিদ এর সাথে পরিচয় হয়।  এই পরিচয়ের সূত্র ধরে ২০১৯ সালের ৫ মে দুই লাখ টাকা দেনমোহর ধার্য করে ধৃত আসামির সাথে বাদিনীর বিয়ে হয়। বিয়ের পর হতে ধৃত আসামি বাদিনীকে তার ব্যবসার ঋণ হিসাবে টাকা বিনিয়োগের জন্য চাপ প্রয়োগ করে।  ২০১৯ সাল হতে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ধৃত আসামি অন্যান্য আসামিদের মাধ্যমে মোট ৫০ লাখ টাকা বাদিনীর কাছ থেকে ঋণ হিসাবে গ্রহণ করে।  বাদিনী উক্ত টাকা ফেরৎ দেওয়ার জন্য অনুরোধ করলেও ধৃত আসামিসহ অন্যান্য আসামিরা বিভিন্ন তারিখ ও সময় দিয়ে কালক্ষেপন করতে থাকে। পরে এই ঘটনায় মামলা হলে পুলিশ তাকে গ্রেফতার করে। 
 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149436