সুষ্ঠু নির্বাচন উপহার দিতে না পারার কোনও কারণ নেই : শ্রম উপদেষ্টা

সুষ্ঠু নির্বাচন উপহার দিতে না পারার কোনও কারণ নেই : শ্রম উপদেষ্টা

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সরকারের না পারার কোনো কারণ নেই।

সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক প্রেস কনফারেন্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রণালয়ের গত এক বছরের সাফল্য ও অগ্রগতি বিষয়ে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা যেখানে গেছি সেখানেই বলেছি নির্বাচন সময় মতো হবে। দেশে একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত। ইউনিভার্সেল ডেমোক্রেটিক প্রসেসটা স্ট্যাবলিস্ট হওয়া উচিত। 

তিনি আরও বলেন, গত ১৭/১৮ বছর ডেমোক্রেটিক প্রসেস স্ট্যাবলিস্ট হতে দেখিনি। আমরা যদি সেটা করতে পারি, সেটা আমাদের বড় ক্রেডিট।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149424