নওগাঁয় রঙ মেশানো কালোজিরা ও চিনাবাদামে বাজার সয়লাব
নওগাঁ প্রতিনিধি: কালোজিরা অনেক স্বাস্থ্যকর উপাদানে ভরপুর যা সর্দি কাশি জ্বর মাথা ব্যাথা এবং হজম সংক্রান্ত সমস্যা দূর করতে সাহায্য করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। এজন্য কালোজিরাকে মহৌষধ বলা হয়। বর্তমানে নওগাঁ বাজারে যে কালোজিরা ও চিনা বাদাম বিক্রয় হচ্ছে তাতে রঙ মিশিয়ে আকর্ষণীয় করে রাখা হচ্ছে, যা ক্রেতা সাধারণ দেখলেই আকৃষ্ট হবেন। সাধারণ ভোক্তাদের চেনার কোন উপায় নেই। এতে অনেকেই দৈনন্দিন প্রতারিত হবার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন।
নওগাঁ পৌরসভার চকদেব ডাক্তারপাড়া মহল্লার সোহেল রানা (৪৮) নামে একজন ভোক্তা বলেন, আমি প্রত্যহ সকালবেলা খালি পেটে কালোজিরা, চিনা বাদাম, কাঁচা ছোলা, কিসমিস রাতে ভিজিয়ে রেখে দীর্ঘদিন যাবত খেয়ে আসছি। এতে করে আমার শরীর-স্বাস্থ্য ভালো আছে। কিন্তু ইদানিং যখন এগুলো ভিজিয়ে রাখি, সকালবেলা দেখি গ্লাসের উপরে রঙের একটা রঙিন আস্তরণ পড়েছে। এতে আমার সন্দেহ হয় এবং খোঁজ খবর নিয়ে দেখি ঘটনা সত্য।
সিভিল সার্জন ডা. আমিনুল হক বলেন, কালো জিরায় কেমিক্যাল জাতীয় রঙ মেশানো পণ্য দীর্ঘদিন খেলে মানব শরীরে লিভার, কিডনির ব্যাপক ক্ষতি হবে, এমন কি ক্যান্সার ও হতে পারে। এটার প্রতিকার করা উচিত। এজন্য ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রয়েছে, তাদের সাথে সমন্বয় করে আমাদের স্যানিটারি ইন্সপেক্টরের সমন্বয়ে অনেক সময় বাজার তাদারকি করে ভ্রাম্যমাণ দেওয়া হয়।
ভোক্তা অধিকার নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল হোসেন জানান, এধরনের অভিযোগ প্রায়ই আমাদের কাছে আসে। তবে সঠিক তথ্য দিয়ে লিখিত অভিযোগ পেলে অভিযান পরিচালনা আমাদের জন্য সহজ হয়। তবে বিষয়টির সত্যতা মিললে আইনি প্রদক্ষেপ নেয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149420