প্রকাশে পেলো জ্যোতির কন্ঠে ‘নয়া বয়স’
অভি মঈনুদ্দীন ঃ কিছুদিন আগেই এই প্রজন্মের একেবারেই নতুন একজন সঙ্গীতশিল্পী জ্যোতির কন্ঠে প্রকাশিত ফোক ঘরানার গান ‘শ্যাম বন্ধুরে’ প্রকাশিত হয়েছে। এই গানটি প্রকাশের পরপরই শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
এরইমধ্যে আরো একটি নতুন গান নিয়ে জ্যোতি শ্রোতা দর্শকের মাঝে হাজির হয়েছেন। গানের শিরোনাম ‘নয়া বয়স’। গানটি লিখেছেন সজীব অধিকারী, সুর করেছেন এসকে শানু। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাব্বি মিয়া। চারদিন আগে গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।
জ্যোতি বলেন,‘ শ্যাম বন্ধুরে গানটি শ্রোতা দর্শকের মাঝে সাড়া ফেলায় নিজের কাছেই অন্যরকম ভালোলাগা কাজ করছে। তবে আশা ছিলো যে আরো একটি নতুন মৌলিক গান পরপর রিলিজ পাক। নয়া বয়স- হলো আমার সেই নতুন আরেকটি প্রিয় গান। গানের কথা ও সুর একদমই আমার মনের মতোন। চেষ্টা করেছি মন দিয়ে গাইতে। গানটি প্রকাশের পর একটু একটু করে বেশ সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস এই গানের শ্রোতাপ্রিয়তা সামনে আরো বাড়বে। কারণ এই গানটার মাঝে কী যেন একটা ভালোলাগা আছে। আশা করছি শ্রোতারাটা গানটি আগ্রহ নিয়ে উপভোগ করবেন। ধন্যবাদ গানের গীতিকার-সুরকারকে আমাকে এমন একটি গান গাইবার সুযোগ করে দেবার জন্য। গানটির মিউজিক ভিডিও আমার নিজের কাছে খুউব ভালোলেগেছে।’
জ্যোতির লেখা ও সুরে প্রথম প্রকার্শিত মৌলিক গান ছিলো ‘আমি ধন্য’। তবে এই গানটি প্রকাশের আগেই তার কন্ঠে গানটি শোনার সুযোগ হয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের। তিনি তারসঙ্গে জ্যোতির ডুয়েট গান গাইবার সুযোগ করে দেন। গত মার্চে আসিফের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় আসিফ ও জ্যোতির গাওয়া গান ‘তুমি শুধু তোমারই মতো’ গানটি। গানটি প্রকাশের পর বেশ সাড়া ফেলে।
‘শ্যাম বন্ধুরে’ ছিলো জ্যোতির তৃতীয় মৌলিক গান। গানে জ্যোতির তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও ছোটবেলায় তিনি প্রচুর গান শুনতেন। এভাবেই গান গাওয়ার প্রতি প্রবল আগ্রহ জন্মায় তার। কুমিল্লা সরকারী মহিলা কলেজে অনার্সে পড়ছেন জ্যোতি। জ্যোতি পেশাগতভাবে একজন গায়িকা হবারই স্বপ্ন দেখেন। সেভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। ৩০ মে জন্ম নেয়া জ্যোতির বাবা মোঃ হানিফ ও মা শেফালী বেগম। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে জ্যোতিই সবার ছোট।
উল্লেখ্য, কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির হয়ে তিনি মঞ্চ নাটকেও অভিনয় করেছেন। তার অভিনীত নাটক হলো ‘মলুয়া সুন্দরী’ ও ‘নরকে লাল গোলাপ’। দুই নাটকে মলুয়া ও বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করে তিনি দর্শকনন্দিত হয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149418