মায়ামি শিরোপা জেতায় মেসির নির্ঘুম রাতের অবসান ঘটেছে : বেকহাম
স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারে কী পাননি লিওনেল মেসি। যা যা চেয়েছেন তা একে একে সবটাই প্রাপ্তির খাতায় যোগ করেছেন। তাই মেজর লিগ সকারের (এমএলএস) শিরোপা আর্জেন্টাইন অধিনায়কের নামের পাশে যুক্ত না হয়ে কী আর পারে।
এমএলএস কাপের ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার লিগ শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। তাতে স্মরণীয় মুহূর্তের সাক্ষাৎ পেয়েছেন মেসি। কেননা এমন মুহূর্তের জন্যই অপেক্ষায় ছিলেন বলে ম্যাচ শেষে জানিয়েছেন ৮বারের ব্যালন ডি’অর জয়ী। সর্বশেষটি নিয়ে ম্যাচ শেষে অ্যাপল টিভিকে ইন্টার মায়ামির অধিনায়ক বলেছেন, ‘তিন বছর আগে এমএলএসে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ আমরা চ্যাম্পিয়ন। আমরা কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে জায়গা পেয়েছিলাম। গত বছর লিগ থেকে দ্রুতই ছিটকে পড়ায় এবার আমারদের মূল লক্ষ্য ছিল এমএলএসের শিরোপা জয়। দলটা দারুণ পরিশ্রম করেছে। এ বছর অনেক ম্যাচ খেলেছি। তবে পুরো মৌসুমের জন্য আমরা প্রস্তুত ছিলাম। এই মুহূর্তটার জন্যই আমি অপেক্ষায় ছিলাম। সঙ্গে দলও অপেক্ষায় ছিল। আমাদের সবার জন্য এটা দারুণ। এটা আমাদের প্রাপ্য ছিল।’
অন্যদিকে শিরোপা জয়ের আগে ফাইনালে ওঠার অনূভূতি নিয়ে খুবই রোমাঞ্চিত ছিলেন মায়ামির সহসত্ত্বাধিকারী ডেভিড বেকহাম। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের মিডফিল্ডার বলেছেন, ‘অনেক নির্ঘুম রাত কেটেছে। তবে সব সময় বিশ্বাস ছিল। সব সময় বিশ্বাস ছিল শিরোপা আসবে। মালিকানায় যখন সঠিক সঙ্গী পেলাম তখন জানতাম যেকোনো কিছুই সম্ভব।’ আজ মায়ামি শিরোপা জেতায় তার নির্ঘুম রাতের অবসান ঘটেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149379