Robolution-2025 প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST) আয়োজিত Robolution-2025 প্রতিযোগিতার Project Showcasing -এ চ্যাম্পিয়ন হয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় সিনিয়র ক্যাটাগরিতে এই গৌরব অর্জন করে বিশ্ববিদ্যালয়টির তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের শিক্ষার্থীদের দল 'Medtros'।
রাজধানীর মিরপুরে MIST-এর শহীদ ইয়ামিন অডিটোরিয়ামে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয় Robolution-2025 প্রতিযোগিতা। যেখানে দেশের শীর্ষস্থানীয় পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর দল অংশ নেয়। তাদের মধ্যে প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী ধারণা ও উপস্থাপনার ক্ষেত্রে উৎকর্ষ প্রদর্শন করে Medtros দল সবার থেকে এগিয়ে থেকে অর্জন করে প্রথম স্থান।
দলটিকে নেতৃত্ব দেন ৯ম সেমিস্টারের শিক্ষার্থী শাহাদাত হোসেন, অন্য সদস্যারা হলেন ৩য় সেমিস্টার সাদিয়া সুলতানা সিমু, ৫ম সেমিস্টারের শিক্ষার্থী সারাফাত রহমান, তানভীর ইসলাম তন্ময় ও রাবেয়া খাতুন। দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রভাষক নাসরুল্লাহ মাসুদ। এছাড়া কারিগরি সহায়ক হিসেবে ছিলেন ল্যাব এক্সিকিউটিভ মো. ইনজামুল হক। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ ইঞ্জিনিয়ার মেজর জেনারেল হাসানুজ্জামান।
শিক্ষার্থীদের এই অর্জনকে গৌরবময় সাফল্য হিসেবে বিবেচনা করছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দলের সদস্যদের অভিনন্দন জানানোর পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদের জন্য তা বড় অনুপ্রেরণা বলে মনে করা হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149250