ফরিদপুর ভাঙ্গায় গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
মফস্বল ডেস্ক: ফরিদপুর-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়িচাপায় চালকসহ মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন, আরেকজনকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সাংবাদিককে জানিয়েছেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন।
জানা গেছে, মোটরসাইকেল করে সমবয়সী তিনজন ফরিদপুরমুখী হয়ে চলছিল। ঘটনাস্থলে অজ্ঞাতনামা একটা গাড়ি তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সুমন ও ইমন নিহত হন। খবর পেয়ে থানা ও হাইওয়ে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনের লাশ উদ্ধার করে। গুরুতর আহত আরেক আরোহী আশিক মোল্লাকে এসআই মশিউর রহমান উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সুমন ও ইমন কুষ্টিয়া জেলার কুমারখালী থানার সদকী মোহাম্মদপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। আশিকের ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন গণমাধ্যমে জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। মোটরসাইকেল থানায় জব্দ করা হয়েছে। অজ্ঞাত গাড়িটি শনাক্তে কাজ করছে পুলিশ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149249