চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চারটি ভারতীয় গরুসহ ২ চোরাকারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চারটি ভারতীয় গরুসহ ২ চোরাকারবারি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ৪টি ভারতীয় গরু ও ১টি মোটরসাইকেলসহ ২ চোরাকারবারিকে গ্রেফতার করেছে বিজিবি।

গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বড়গোটাপাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মো. শাকিল (৩২) ও জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের চরহাসানপুর রঘুনাথপুর গ্রামের তৈমুর রহমানের ছেলে মো. রজদুল (৩০)।

বিজিবি জানায়, আজ শনিবার (৬ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে অভিযান চালানো হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বিশেষ তথ্যের ভিত্তিতে হাকিমপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযানটি চালায়।

অভিযানে জব্দ মালামালের মূল্য প্রায় ৭ লাখ টাকা। জব্দ মালামাল ও আসামিদের ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্তে চোরাচালান দমনে বিজিবি কার্যক্রম জোরদার করেছে বলেও জানান অধিনায়ক।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149226