গাইবান্ধায় ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা ডায়াবেটিক সমিতির ‘ডায়াবেটিক জেনারেল হাসপাতাল- ফেজ এক’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা
গাইবান্ধা ডায়াবেটিক সমিতির সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. সেকেন্দার আজম আনামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, গাইবান্ধা প্রেসক্লাব (মূলধারার) সম্পাদক অবেদুর রহমান, বিশিষ্ট ডায়াবেটিক চিকিৎসক লায়েক আহমেদ খান প্রমুখ।
পরে ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতির কর্মকর্তা, চিকিৎসক, কর্মচারীসহ বিভিন্ন সুধীজনরা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149221