বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে শিবগঞ্জ উপজেলা জামায়াত ইসলামী। আজ শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান।
শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আলাল উদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল বাছেদ, সাবেক আমির মাওলানা আব্দুল হালিম বিপ্লব।
উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা মোয়াজ্জেম হোসেন, এড. সাকিল উদ্দিন, সুলতান মাহমুদ, সাদিকুর রহমান, মেহেদী হাসান প্রমুখ। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান অতিথি। এসময় তিনি বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের আহ্বান জানান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149217