খালেদা জিয়া নিজের ও পরিবারের কথা না ভেবে, দেশের কল্যাণের কথা ভেবেছে : রেজাউল করিম বাদশা

খালেদা জিয়া নিজের ও পরিবারের কথা না ভেবে, দেশের কল্যাণের কথা ভেবেছে : রেজাউল করিম বাদশা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় নন্দীগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) বাদ জোহর নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোশারফ হোসেনের উদ্যোগে এবং উপজেলা ও পৌর বিএনপির তত্বাবধানে দোয়া মাহফিলে উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিম খানার শিক্ষার্থী, শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখনও নিজের বা পরিবারের কথা ভাবেননি। তিনি সব সময় দেশের সাধারণ মানুষের কল্যাণের কথা ভেবেছেন।

তিনি কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি আরও বলেন, দেশের মানুষসহ বিদেশেও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হচ্ছে। আমরা মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, যেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

আরও বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহাউদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক শহিদ-উন-নবী সালাম ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান প্রমুখ।

এসময় নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর নন্দীগ্রাম কলেজ মাঠে মাদরাসা ও এতিম খানার শিক্ষার্থী, শিক্ষক ও দলীয় নেতাকর্মীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149198