বিমান বিভ্রাটে যাত্রীদের বিক্ষোভ, ১১ ঘণ্টা আটকে আমির খানের সাবেক স্ত্রী
গত তিন দিন ধরে বিদেশগামী ভারতীয়রা আছে ভোগান্তিতে। দেশের অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা ইন্ডিগোর পরিষেবা ব্যাহত হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে আটকে পড়ছেন যাত্রীরা। অভিযোগ এতটাই বেড়েছে যে বিষয়টি পৌঁছে গেছে সর্বোচ্চ আদালতেও।
এ ভোগান্তি থেকে রেহাই পাননি পরিচালক কিরণ রাও। আমির খানের সাবেক স্ত্রী এবং ‘লাপাতা লেডিস’ চলচ্চিত্রের পরিচালক কিরণ জানান, দীর্ঘ সময় বিমানবন্দরে আটকে পড়ে তিনি ক্লান্তিকর এক দিনের অভিজ্ঞতা পেয়েছেন।
নিজের অভিজ্ঞতা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রকাশ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কিরণ লেখেন, ‘১১ ঘণ্টা হলো বাড়ি থেকে বেরিয়েছি। এতক্ষণে আমার টোকিও পৌঁছে যাওয়ার কথা। কিন্তু মুম্বাই বিমানবন্দরের টার্মিনালে এসে যা জানলাম, তার জন্য ইন্ডিগোকে ধন্যবাদ। এখন আবার জানলাম দিল্লি বায়ুদূষণের সঙ্গে কেমন লড়াই করছে। দিনটা ভালোই যাচ্ছে। ষোলো কলা পূর্ণ!
কিরণের এ ব্যঙ্গাত্মক পোস্ট দ্রুত ভাইরাল হয় এবং অনেকেই তার সঙ্গে সহমত জানিয়ে বিমান সংস্থার দুর্বল ব্যবস্থাপনার প্রতিবাদ করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149186