ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছে।
আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
যাত্রীরা জানান, শনিবার বিকেল ৪টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি শ্রীপুরের কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। স্টেশন ছেড়ে যাওয়ার মুহূর্তেই ট্রেনের ইঞ্জিনে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এর পরপরই ট্রেনের গতি কমে আসে এবং ইঞ্জিন থেকে গরম মবিল ছিটকে কয়েকজন যাত্রীর গায়ে পড়ে। এ সময় ট্রেনের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেনটি সাতখামাইর স্টেশনে এসে পুরোপুরি অচল হয়ে যায়।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম বলেন, ‘হঠাৎ করেই বলাকা ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিকল্প ইঞ্জিন আনার ব্যবস্থা করা হচ্ছে। ইঞ্জিনটি পৌঁছালে এবং বিকল ট্রেনটি সরিয়ে নিলে যোগাযোগ স্বাভাবিক হবে।’
ইঞ্জিন বিকলের কারণে এই রুটের আশপাশের কয়েকটি স্টেশনে অন্যান্য ট্রেনকে যাত্রাবিরতি দেওয়া হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ লাইন সচল করতে জরুরি ভিত্তিতে কাজ করছে।বিকল্প ইঞ্জিন না পৌঁছানোয় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।