সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

সিরাজগঞ্জে পেঁয়াজ ও বেগুনের দাম ঊর্ধ্বমুখী

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের বাজারগুলোতে বিভিন্ন শীতকালীন সবজির দাম নিম্নমুখী হলেও বেগুন ও পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। প্রতিদিন মূল্য বাড়ছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) প্রতি কেজি বেগুন ৮০ টাকা এবং পেঁয়াজ ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

অথচ গতকাল শুক্রবার প্রতি কেজি বেগুন ৫০ টাকা থেকে ৬০ টাকা এবং পেঁয়াজ ৮০ টাকা (নতুন), ১২০ (পুরাতন) টাকা কেজি দরে বিক্রি হলেও একদিনের ব্যবধানে দাম বৃদ্ধি পেয়ে আজ শনিবার (৬ ডিসেম্বর) বিক্রি হচ্ছে প্রতি কেজি বেগুন ৮০ টাকা এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে নতুন ১২০ টাকা এবং পুরাতন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

সিরাজগঞ্জ বড় বাজারের আড়তদার সালাম বলেন, পেঁয়াজের সংকটের কারণে দাম বাড়ছে দাম আরও বাড়বে বলেও জানান তিনি। এছাড়া একই সাথে বাজারে আসা নতুন পেঁয়াজের দামও বাড়তে শুরু করেছে।

হঠাৎ করে পুরাতন এবং নতুন পেঁয়াজের মূল্য বৃদ্ধির কোন কারণ জানতে পারেনি ব্যবহারকারীরা তাদের মতে আমদানি যথেষ্ট থাকলেও ব্যবসায়ীদের কারসাজিতে এর মূল্য বৃদ্ধি পাচ্ছে বলে জানান ক্রেতা বিক্রেতারা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149176