চেচনিয়ার রাজধানীতে ইউক্রেনের ড্রোন হামলা, কাদিরভের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক : চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে ইউক্রেনের ড্রোন হামলার পর প্রতিশোধের ঘোষণা দিয়েছেন চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরভ। পাল্টা জবাব হিসেবে আগামী এক সপ্তাহের মধ্যে ইউক্রেনে সামরিক স্থাপনাগুলোতে প্রতিশোধমূলক হামলা চালানো হবে বলে জানান তিনি।
শনিবার (৬ ডিসেম্বর) তাসের প্রতিবেদনে বলা হয়-শুক্রবার নিজের টেলিগ্রাম পোস্টে কাদিরভ বলেন, শনিবার থেকে পরবর্তী এক সপ্তাহজুড়ে ইউক্রেনের নব্য-নাৎসিরা আমাদের কঠোর জবাব অনুভব করবে। কাদিরত আরও বলেন, গ্রোজনি শহরের কেন্দ্রস্থলে বহুতল ভবনে হামলা চালানো সামরিক কৌশলের দিক থেকে একেবারেই অর্থহীন। তাদের মতো কাপুরুষের মতো আমরা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করব না। আমাদের আক্রমণ হবে ইউক্রেনের নব্য নাৎসিদের সামরিক ও সন্ত্রাসী অবকাঠামোর ওপর।
এর আগে গত ৫ নভেম্বর ইউক্রেনের একটি ড্রোন চেচনিয়ার প্রশাসনিক কেন্দ্র গ্রোজনির গ্রোজনি সিটি কমপ্লেক্সের একটি বহুতল ভবনে আঘাত হানে। এতে ভবনটির সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149150