বিশ্বকাপে সহজ গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপে সহজ গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : দুই ঘণ্টারও বেশি সময়ের ২০২৬  ফিফা বিশ্বকাপ ড্রয়ের পর চূড়ান্ত হলো গ্রুপের প্রতিপক্ষ। সহজ গ্রুপে পড়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ব্রাজিল । সি গ্রুপে ব্রাজিল পেয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডকে। জে গ্রুপে আর্জেন্টিনার  প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। ব্রাজিলের প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে। আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার সঙ্গে ।

ড্র অনুষ্ঠানের শুরুতে তিনটি পট থেকে প্রথম তিনটি বল তুলেছেন আয়োজক তিন দেশের তিন প্রধান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারা প্রত্যেকে নিজ নিজ দেশের নাম তোলেন। আগে থেকেই এই তিন দেশের গ্রুপ চূড়ান্ত হয়ে গিয়েছিল। স্বাগতিক মেক্সিকো ‘এ’ গ্রুপে, কানাডা ‘বি’ এবং যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে খেলবে। তারপরই শুরু হয়ে যায় বাকি দল বাছাই।

পট একে প্রথম দল ছিল ব্রাজিল, তারা সি গ্রুপের এক নম্বর। এরপর জার্মানি ই গ্রুপের এক নম্বরে। নেদারল্যান্ডস এফ গ্রুপে, বেলজিয়াম জি গ্রুপে, স্পেন এইচ, আর্জেন্টিনা জে গ্রুপ, ফ্রান্স আই, পর্তুগাল কে, ইংল্যান্ড এল গ্রুপে।

গ্রুপ এ: মেক্সিকো, কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, ডেনমার্ক/নর্থ মেসিডোনিয়া/চেকিয়া/রিপাবলিক অব আয়ারল্যান্ড

গ্রুপ বি: কানাডা, সুইজারল্যান্ড, কাতার, নর্দার্ন আয়ারল্যান্ড/ ইতালি/ওয়েলস/বসনিয়া

গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি

গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক/রোমানিয়া/স্লোভাকিয়া/কসোভো 

গ্রুপ ই: জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও

গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, ইউক্রেন/সুইডেন/ পোল্যান্ড/আলবেনিয়া

গ্রুপ জি: বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড

গ্রুপ এইচ: স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, ইরাক/বলিভিয়া/সুরিনাম, কেপ ভার্দে

গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক/বলিভিয়া/সুরিনাম

গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান

গ্রুপ কে: পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালেডোনিয়া

গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149120