জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষা-স্বাস্থ্য হবে প্রধান অগ্রাধিকার: শফিকুর রহমান
আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতায় যেতে পারলে স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “নীতি ও নৈতিকতার পরিবর্তন ছাড়া শুধু আইন পরিবর্তন করে দেশ বদলানো যায় না।”
শুক্রবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন হলে ন্যাশনাল নার্সেস ফোরাম (এনএনএফ) আয়োজিত জাতীয় নার্সেস সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নার্সদের উদ্দেশে জামায়াত আমির বলেন,“আপনাদের কাজ মানুষের সেবা—এটাকে ইবাদত মনে করুন। জাতি যেন বুঝতে পারে, আপনারাই মানুষের সবচেয়ে কাছের মানুষ। যে ধর্ম মানুষকে কষ্ট দিতে শেখায়, তা ধর্ম নয়।”
নার্সদের কর্মসংস্থান নিয়ে তিনি বলেন,“সরকারি–বেসরকারি চাকরির ব্যবধান কমাতে পারলে আর কাউকে ১০-১২ বছর অপেক্ষা করতে হবে না। ক্ষমতা পেলে বেসরকারি খাতের সক্ষমতা বাড়ানো হবে।”
সম্মেলনে এনএনএফের আহ্বায়ক ড. মো. ইউনুছ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি অধ্যাপক ডা. সাজেদ আ. খালেক, মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের সভাপতি সোহেল রানা, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মো. শরিফুল ইসলাম ও মহাসচিব মো. আসাদুজ্জামান জুয়েল।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149119