আইফোনে এবার চ্যাটজিপিটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট
আইটি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তার এই স্বর্ণযুগে চ্যাটজিপিটি এখন কেবল একটি চ্যাটবট নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের বিশ্বস্ত ডিজিটাল সঙ্গীতে পরিণত হয়েছে। অ্যাপলের নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট 'সিরি'-র দীর্ঘদিনের একচেটিয়া রাজত্বে এবার ভাগ বসাতে চলেছে ওপেনএআই। আইফোন ১৫ প্রো এবং পরবর্তী মডেলের ব্যবহারকারীরা এখন খুব সহজেই তাদের ডিভাইসের 'অ্যাকশন বাটন' ব্যবহার করে চ্যাটজিপিটির ভয়েস মোড চালু করতে পারছেন, যা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় আমূল পরিবর্তন আনবে।
প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের ইকোসিস্টেম নিয়ে বরাবরই অত্যন্ত রক্ষণশীল। আইফোনে ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে সিরি ছাড়া অন্য কোনো থার্ড-পার্টি পরিষেবাকে তারা সচরাচর সরাসরি অ্যাক্সেস দেয় না। তবে আইফোন ১৫ প্রো সিরিজে হার্ডওয়্যার হিসেবে 'অ্যাকশন বাটন' যুক্ত হওয়ার পর দৃশ্যপট কিছুটা বদলেছে। ওপেনএআই-এর সাম্প্রতিক আপডেটের ফলে এখন ব্যবহারকারীরা কোনো অ্যাপ মেনু না খুলেই, শুধুমাত্র অ্যাকশন বাটনটি চেপে ধরে সরাসরি চ্যাটজিপিটির সাথে কথোপকথন শুরু করতে পারছেন।
এতদিন আইফোনে চ্যাটজিপিটি ব্যবহার করতে হলে ফোন আনলক করে অ্যাপে প্রবেশ করতে হতো। কিন্তু নতুন এই শর্টকাট ফিচারের ফলে বিষয়টি এখন মুহূর্তের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, নতুন এই ইন্টারফেসে ভয়েস চ্যাটের পাশাপাশি টেক্সট চ্যাটও স্ক্রিনে ভেসে ওঠে। অর্থাৎ, এআই আপনাকে কী উত্তর দিচ্ছে, তা আপনি শোনার পাশাপাশি একই স্ক্রিনে লেখা হিসেবেও দেখতে পাবেন। টাইপিং এবং ভয়েস মোডের মধ্যে এই মসৃণ পরিবর্তন ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
আপনার আইফোনে এই সুবিধাটি চালু করতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:
প্রথমত, নিশ্চিত করুন আপনার আইফোনে চ্যাটজিপিটি অ্যাপটির সর্বশেষ সংস্করণ ইনস্টল করা আছে এবং আপনি লগ-ইন অবস্থায় আছেন। এরপর আইফোনের 'সেটিংস' অ্যাপে প্রবেশ করে 'অ্যাকশন বাটন' মেনুতে ট্যাপ করুন। সেখানে ডিফল্ট সেটিংস পরিবর্তনের জন্য সোয়াইপ করে 'কন্ট্রোলস' বা শর্টকাট অপশনে যান। সার্চ বারে চ্যাটজিপিটি লিখলে আপনি স্টার্ট ভয়েস কনভারসেশনবা ভয়েস মোড চালুর অপশনটি দেখতে পাবেন। এটি নির্বাচন করে দিলেই কাজ শেষ। এখন থেকে অ্যাকশন বাটনটি লং প্রেস বা দীর্ঘক্ষণ চেপে ধরলেই চালু হয়ে যাবে আপনার ব্যক্তিগত এআই অ্যাসিস্ট্যান্ট।
অ্যাপল তাদের আসন্ন আইওএস আপডেটে নিজস্ব 'অ্যাপল ইন্টেলিজেন্স' নিয়ে আসার ঘোষণা দিলেও, বর্তমানে চ্যাটজিপিটির এই ফিচারটি ব্যবহারকারীদের জন্য একটি বড় স্বস্তি। সিরি যেখানে অনেক ক্ষেত্রে জটিল প্রশ্নের উত্তর দিতে বা সৃজনশীল হতে ব্যর্থ হয়, সেখানে চ্যাটজিপিটি অনেক বেশি পারদর্শী। অ্যাকশন বাটনের মাধ্যমে চ্যাটজিপিটিকে ডিফল্ট অ্যাসিস্ট্যান্টের মতো ব্যবহার করার এই সুযোগ প্রমাণ করে যে, ব্যবহারকারীরা এখন আর নির্দিষ্ট কোনো গণ্ডিতে আবদ্ধ থাকতে চান না; বরং তারা চান দ্রুততম সময়ে সবচেয়ে স্মার্ট সমাধান। এটি স্মার্টফোন কাস্টমাইজেশনের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149115