বাংলাদেশ টাইম"সের বিরুদ্ধে ছাত্রদল নেতা আবিদের জিডি
ঢাবি প্রতিনিধি : ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে ‘বাংলাদেশ টাইমস’ নামের একটি অনলাইন পোর্টালের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ ও তানভীর আল হাদী মায়েদ। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় শাহবাগ থানায় জিডি করার পর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তারা। প্রেস ব্রিফিংয়ে আবিদুল ইসলাম খান আবিদ বলেন, ডাকসু নির্বাচন থেকে শুরু করে আমাদের নিয়ে যত ধরনের নোংরা অপপ্রচার হয়েছে, তা কল্পনারও বাইরে।
এরপরও আমরা সবসময় ধৈর্য ধরে সবকিছু সহ্য করেছি। মত প্রকাশের স্বাধীনতার প্রতি আমরা সম্মান দেখিয়েছি। সমালোচনার সুযোগও দিয়েছি। কিন্তু আমি যে কথা বলিনি, সেটি আমার নামে প্রকাশ করা—এটা কোনোভাবেই দায়িত্বশীল সাংবাদিকতা নয়। এতে ব্যক্তিগতভাবে যেমন আমার সম্মানহানি হয়েছে, তেমনি সাংগঠনিকভাবেও নেতিবাচক প্রভাব পড়েছে।
”তিনি আরও বলেন, “আজ ‘বাংলাদেশ টাইমস’ আমাদের নামে একটি ভুয়া ফটোকার্ড প্রকাশ করেছে, যেখানে এমন বক্তব্য দেওয়া হয়েছে যা আমি বা মায়েদ কেউই বলিনি। আমাদের কাছে জানতে চাওয়া তো দূরের কথা, যাচাই-বাছাই ছাড়াই এমন ভুয়া কন্টেন্ট তৈরি করে তারা ছড়িয়ে দিয়েছে। আমাদের ব্যক্তিগত নিরাপত্তা এবং সংগঠনের নিরাপত্তার স্বার্থে আমরা জিডি করতে বাধ্য হয়েছি।”
আবিদ অভিযোগ করেন, “এ ধরনের অপপ্রচার দীর্ঘদিন ধরে চলছে। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে উল্টো আমাদেরই অপরাধী মনে হতে পারে। তাই বিষয়টি আইনি প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”* তিনি সংশ্লিষ্ট অনলাইন পোর্টালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং ভবিষ্যতে এমন ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার বন্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানান।