বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন দেখতে চায়- অধ্যক্ষ শাহাবুদ্দীন

বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন দেখতে চায়- অধ্যক্ষ শাহাবুদ্দীন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক এবং বগুড়া-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দীন বলেছেন, কোরআনের আইন চালু করে আমরা মানুষের কল্যাণ করতে চাই।

তিনি আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তিনি আরও বলেন, এদেশের মানুষ আওয়ামীলীগ ও বিএনপি’র শাসনামল দেখেছে। এখন মানুষ পরিবর্তন দেখতে চায়।

মধুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ডা. শাহ আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সোনাতলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল করিম, সিনিয়র নায়েবে আমির অধ্যক্ষ নুরুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মন্ডল, উপজেলা জামায়াতের সেক্রেটারী প্রভাষক রবিউল ইসলাম প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149063