দুর্দান্ত জয়ে সমতায় ফিরল বাংলাদেশ
স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী দল। মাত্র ৮০ রানে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলকে থামিয়ে দেয় বাংলাদেশের বোলাররা। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক ওভার হাতে রেখেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিক দল।
নিলফুল মাটিতে টস জিতে আগে ব্যাট করে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ নারী দল। ইনিংসের শুরুতেই আঘাত হানেন অতশী মজুমদার, মাত্র ৭ রানে ভেঙে দেন প্রতিপক্ষের উদ্বোধনী জুটি। এরপর দ্বিতীয় উইকেটে ৩১ রানের জুটি গড়লেও জারিন তাসনিম লাবণ্য ভেঙে দেন সেটিও। কিছুক্ষণ পর ২৮ রানের জুটি থামান হাবিবা ইসলাম পিংকি।
রাভাইল ফারহান (১৫), কোমাল খান (২৮) ও জুফিশান আয়াজ (১৭) ছাড়া কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। হাবিবার অসাধারণ বোলিংয়ে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে মাত্র ৮০ রান। চার ওভারে ১৭ রান দিয়ে একাই নেন চারটি উইকেট।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ব্যাটিংয়ে শুরুতে বিপাকে পড়ে। ৪ রানে ভাঙে উদ্বোধনী জুটি। অরিত্রি নির্জনা মণ্ডল (২) এবং পরে ইমান্তা (৯) দ্রুত আউট হয়ে গেলে চাপে পড়ে বাংলাদেশ। ৩৬ রানে পড়ে যায় চার উইকেট। তবে সুমাইয়া আক্তার সুবর্ণা ও ফারজানা ইয়াসমিন মেধার জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। মেধাকে ফিরিয়ে জুটি ভাঙেন শাহার বানো; পরের ওভারেই সাজঘরে ফেরেন সুবর্ণা। দলের জন্য গুরুত্বপূর্ণ ৩২ রান করেন তিনি—৩৮ বলে একটি চারসহ।
বাংলাদেশের স্কোর যখন ৭০ রানে সাত উইকেট, তখন দায়িত্ব নেন সাদিয়া আক্তার। টানা দুই চারে দলকে জয়ের পথে ফেরান তিনি। শেষ পর্যন্ত ১০ বলে অপরাজিত ১৩ রানে ম্যাচ শেষ করেন সাদিয়া, আর তিন উইকেট হাতে রেখেই বাংলাদেশের মেয়েরা জয় নিশ্চিত করে।
এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজ এখন ১-১ সমতায়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149058