ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই নির্বাচন : ধর্ম উপদেষ্টা

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই নির্বাচন : ধর্ম উপদেষ্টা

ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের সব প্রস্তুতি নির্বাচন কমিশন (ইসি) সম্পন্ন করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম খালেদ হোসেন। বৃহস্পতিবার রাতে ফটিকছড়ির নানুপুর মাদ্রাসার বার্ষিক মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি। 

ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচন নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন জাতিকে উপহার দিবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

আ.ফ.ম খালেদ হোসেন বলেন, আল্লাহ যাকে মর্যাদা দেবেন তাকে কেউ নিচে নামাতে পারবে না। আর আল্লাহ যাকে নিচে ফেলবেন তাকে হাজার মানুষ চাইলেও ওপরে তুলতে পারবে না।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/149036