চট্টগ্রামে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া–সাতকানিয়ার অংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আরেক মনোনয়নপ্রত্যাশীর অনুসারীরা।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার কেরানীহাটে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করে এ মশাল মিছিল করেন মনোনয়নপ্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমানের সমর্থকরা।
কেরানীহাট গরুর বাজার থেকে শুরু হয়ে মশাল মিছিলটি গোলচত্বরে গিয়ে শেষ হয়। মশাল মিছিলে অংশ নেন, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মশাল হাতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, চট্টগ্রাম-১৫ আসনে জনগণের প্রার্থী মুজিবুর রহমান চেয়ারম্যানকে বঞ্চিত করে মনোনয়ন দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছেন। অবিলম্বে ঘোষিত প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে মুজিবুর রহমান চেয়ারম্যানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাইকমান্ডের প্রতি জোর দাবি জানান তারা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148996