ঠাকুরগাঁওয়ে সারের দাবিতে কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা

ঠাকুরগাঁওয়ে সারের দাবিতে কৃষি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সার বিতরণকে কেন্দ্র করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) মো. আকতারুল ইসলামের(৪৭) ওপর হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। এ ঘটনায় আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ৮ জন নামীয় এবং সহস্রাধিক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মামলা দায়ের করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর রাণীশংকৈল উপজেলার উমরাডাঙ্গী বাজারে বিসিআইসি সার ট্রেডার্সের বিক্রয়কেন্দ্রে কার্ডধারী কৃষকদের মাঝে সার বিতরণ চলছিল। চাহিদার তুলনায় সার কমে গেলে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিকেল সাড়ে ৪টায় এসএএও আকতারুল ইসলাম ও তার সহকর্মী চিত্র মোহন রায় পরিস্থিতি শান্ত করতে পুনরায় বাজারে যান। তখনই কিছু লোক তাদের ওপর চড়াও হয়।

এসময় মো. রুবেলের আঘাতে আকতারুল ইসলামের মুখের নিচের পাটির দুটি দাঁত ভেঙে যায় এবং উপরের পাটির আরও দুটি দাঁত ক্ষতিগ্রস্ত হয়। এর পরপরই মো. লুৎফর রহমান নামে আরেক জন ইট দিয়ে মাথায় আঘাত করেন। অন্যরাও কিল-ঘুষি ও আঘাত করতে থাকে তাকে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নেন। অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। হাসপাতাল থেকেই আকতারুল ইসলাম স্বাক্ষরিত এজাহারটি উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহীদুল ইসলামের মাধ্যমে থানায় জমা দেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, কৃষকের নামধারী একদল দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবেই এ হামলা করেছে। লেহেম্বা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম বলেন, ঘটনার পর এলাকায় সার বিতরণ বন্ধ আছে। কৃষি অফিসারের সাথে এ বিষয়ে বসার কথা রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাসেম আলী জানান, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148986