নওগাঁয় ১০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ আটক ১
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১শ’ গ্রাম হেরোইনসহ ইকরামুল (৩৬) নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃত ইকরামুল হলেন রাজশাহী জেলার গোদাগারী থানাধীন মাটিকাটা ভাটা এলাকার আব্দুল মান্নানের ছেলে। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে এ অভিযান পরিচালনা হয়।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের চৌকস একটি টিম বেলা দেড়টায় নওগাঁ জেলা সদর মডেল থানাধীন রজাকপুর ডানা পার্ক এলাকায় অভিযান চালায়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কার্যকর অভিযান শুরু করেছে। মাদক বিরোধী অভিযানে তিনি জনগণের কাছ থেকে তথ্য ও সহযোগিতা আশা করেন। এব্যাপারে মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148981