সোনামসজিদ সীমান্তে ১৫০ বোতল ভারতীয় ‘চকো প্লাস’ সিরাপ জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে চোরাচালানের নতুন সংযোজন ফেনসিডিলের বিকল্প ‘চকো প্লাস’ নামক ভারতীয় নেশাজাতীয় সিরাপের ১৫০ বোতল জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব জব্দ করে।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের(৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ফেনসিডিলের বিকল্প হিসেবে চোরাচালানের নতুন পণ্য চকো প্লাস যুক্ত হতে পারে মর্মে পূর্ব থেকেই গোপন তথ্য ছিল।
এরই ধারাবাহিকতায় ১৫০ বোতল চকো প্লাস সিরাপ জব্দ হয়। সিরাপগুলো শিবগঞ্জ থানায় জমা করা হবে। অধিনায়ক আরও বলেন, গত এক মাসে ৫৯ বিজিবি ২শ’ বোতল চকো প্লাস সিরাপ জব্দ করেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148979