রংপুরে ব্রাকসু নির্বাচনে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ

রংপুরে ব্রাকসু নির্বাচনে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ

রংপুর জেলা প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল শিক্ষার্থী সংসদে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনের ২০২৫ সংশোধিত ভোটার তালিকা প্রকাশ (অনার্স ও মাস্টার্স) করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবি জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক মো. এহতেরামুল হক।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক প্রাপ্ত সংশোধিত শিক্ষার্থীদের তালিকার ভিত্তিতে ২০১৬-২০১৭, ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯, ২০১৯-২০২০, ২০২০-২০২১, ২০২১-২০২২, ২০২২-২০২৩, ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক শিক্ষার্থী এবং ২০২২-২০২৩, ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হলো।

প্রকাশিত তালিকায় শিক্ষার্থীদের কোন ধরনের আপত্তি থাকলে ৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা এবং ৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে লিখিতভাবে নির্বাচন কমিশন কার্যালয়ে জমা প্রদান করার জন্য বলা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148978