বগুড়ার শিবগঞ্জে সাথী ফসল উৎপাদনে কৃষকের আগ্রহ বাড়ছে
মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : শিবগঞ্জে সাথী ফসল উৎপাদনে কৃষকদের দিন দিন আগ্রহ বাড়ছে। একবার উৎপাদন খরচে ২ থেকে ৩ প্রকার সাথী ফসল করছেন কৃষকরা। কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার মোকামতলা, দেউলি, সৈয়দপুর, ময়দানহাট্টা, শিবগঞ্জ সদর, রায়নগর ইউনিয়ন ও পৌর সভার অংশিক এলাকায় সাথী ফসল উৎপাদন করা হচ্ছে বেশি।
সাথী ফসল হিসাবে খিড়া, পিঁয়াজ, মিষ্টি লাউ, কপি, আলু, মুলা ও বিভিন্ন প্রকার শাক রয়েছে। এছাড়া আদা ও হলুদ ক্ষেতের মাচায় করলা, শিম, পটল, ছাচি লাউ চাষ করেছেন চাষিরা। ফসলের জমির চতুর্থ দিকে অহর কালাইও চাষ করা হচ্ছে।
কৃষক মাজেদ তবিবর আকবর সহ কয়েকজন কৃষকরা জানান, সাথী ফসলে কম খরচে উৎপাদন বেশি হয় এবং তারা লাভবান বেশি হচ্ছেন। সাথী ফসল উৎপাদনে কৃষি অফিসের মাঠ কর্মকর্তাদের পরামর্শ নিয়ে থাকেন তারা।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুর রহমান পাপ্পু জানান সাথী ফসল উৎপাদনে কৃষকের বেশি লাভ হচ্ছে বলেই দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকের। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান জানান সাথী ফসল সহ বিভিন্ন ফসল উৎপাদনে কৃষকদের মাঠপর্যায়ে সঠিক ও সুপরামর্শ দেওয়া হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148977