মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজয় বেপারী (১৮) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের বেপারিকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত বিজয় বেপারী একই গ্রামের চান মিয়া বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উমেদপুরের জাকির আকনের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিলেন রাজমিস্ত্রি বিজয়। কাজ চলাকালীন সময়ে ভবনের পাশে থাকা বিদ্যুতের তারে স্পর্শ হয় তার। 

এ সময় দোতলা ছাদ থেকে নিচে পড়ে যায় বিজয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মাদারীপুরের শিবচর থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান, রাজমিস্ত্রির মৃত্যুর বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148946