বগুড়ার ধুনটে আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

বগুড়ার ধুনটে আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ধুনট উপজেলায় তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী আম বয়ান পেশ করেন আরবের মেহমান মাওলানা আদম।

ইজতেমায় নবী রাসূলের তরিকা ও আল্লাহর ইবাদত বন্দেগীসহ ধর্মীয় বিষয় নিয়ে প্রতিদিন ফজর, যোহর, আছর ও মাগরিবের নামাজ আদায় শেষে দেশ ও বিদেশের ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করবেন।

ইজতেমা ময়দান হাজার হাজার মুসল্লির আগমনে মুখরিত হয়ে উঠেছে। এছাড়াও মুসল্লিরা কাঁধে-পিঠে প্রয়োজনীয় মালামাল নিয়ে নিজ নিজ এলাকায় খিত্তায় অবস্থান নিচ্ছেন। ইজতেমা প্রাঙ্গনের আশপাশের এলাকায় শীতের পোশাক, খাবারের দোকান ও কাঁচা বাজারের ব্যবস্থা রয়েছে।

আয়োজন কমিটির সদস্য হুমায়ন কবির বলেন, অন্যান্য বছরের মতো এবারও ঢাকার কাকরাইল মসজিদের মেহমানদের তত্ত্বাবধানে ইজতেমা পরিচালিত হচ্ছে। দেশের বিভিন্ন এলাকা ছাড়াও সৌদি আরব, সুদান ও মাগরেব  অঞ্চলের মুসল্লিরা ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন। এ ইজতেমার মধ্য দিয়ে ঢাকার টঙ্গীতে বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে এবং দ্বীনি দাওয়াতে তাবলিগের কাজের জন্য জামায়াত তৈরি করা হবে।

তাবলীগ জামায়াতের মুসুল্লিরা দেশব্যাপী দাওয়াতের কাজ শেষ করে টঙ্গী বিশ্ব ইজতেমায় শরীক হবেন। আগামীকাল শনিবার সকালের দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ইজতেমা ময়দানের চারপাশে নিরাপত্তা জোরদারে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা রয়েছে। এছাড়াও পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনীর কর্মীরা নিয়োজিত রয়েছেন। এছাড়াও ইজতেমা স্থলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য মেডিকেল টিম রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148945