নওগাঁর পত্নীতলায় র‌্যাবের অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

নওগাঁর পত্নীতলায় র‌্যাবের অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : পত্নীতলায় উপজেলা সদর নজিপুর পৌরসভা এলাকা থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হারুন অর রশিদ(৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সে উপজেলার করলডাংগা গ্রামের মৃত আব্দুল গফুর সরদারের ছেলে।

র‌্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, র‌্যাবের একটি আভিযানিক দল গতকাল বুধবার বিকেলে উপজেলার নজিপুর পৌরসভা এলাকা থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাবলেটসহ হারুন অর রশিদকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ২শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃত আসামি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। আটককৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে পত্নীতলা থানায় একটি মামলা রুজু হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148942