খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজধানীতে দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টারঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানী বৃহত্তর বগুড়া সমিতি, ঢাকার কার্যালয় ঢাকাস্থ বগুড়া জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এই আয়োজন হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকাস্থ বগুড়া জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোঃ মোশাররফ হোসেন চৌধুরী। ফোরামটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: রবিউল হোসেন রবির সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য দেন বৃহত্তর বগুড়া সমিতি ঢাকার সিনিয়র সহ-সভাপতি মো: জাহিদুর রহমান দিপু, সহ-সভাপতি আ ফ ম জিন্নাতুল ইসলাম তপন, সহ-সভাপতি এ কে এম লুৎফুল বারি মুকুল, বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদ, ঢাকার চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক প্রমুখ।