বিশ্বরেকর্ড গড়লেন মিচেল স্টার্ক

বিশ্বরেকর্ড গড়লেন মিচেল স্টার্ক

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক আবারও প্রমাণ করলেন কেন তিনি গোলাপী বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম ভয়ংকর বোলার। গাবায় অ্যাশেজের দ্বিতীয় টেস্টে শুরু থেকেই তিনি ইংল্যান্ডকে চাপে ফেলে দেন। এদিকে অজি পেসার স্টার্ক প্রথম ওভারে উইকেট নেওয়ার দিক দিয়ে এখন বিশেষ পরিচিত। অ্যাশেজের প্রথম টেস্টের দুই ইনিংসেই তিনি এই নজির স্থাপন করেছিলেন। ব্রিসবেনে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টেও একই রকম দেখা গেল। এবারের ম্যাচে প্রথম ওভারেই উইকেট তুলে নেওয়ায় মিচেল স্টার্ক গড়লেন নতুন একটি বিশ্বরেকর্ড।

ম্যাচের প্রথমেই টস জিতে ব্যাটিং নেয় ইংল্যান্ড। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স না থাকায় দল খেলায় অল-পেস আক্রমণ, ফলে ২০১২ সালের পর ঘরের মাঠে মাত্র দ্বিতীয়বারের মতো স্পিনার নাথান লায়ন একাদশের বাইরে থাকেন। স্টার্ক তার প্রথম ওভারের শেষ বলেই বেন ডাকেটকে গোল্ডেন ডাক আউট করেন। দুর্দান্ত আউটসুইংয়ে ডাকেটের ব্যাটের কানায় লেগে বলটি স্লিপে মার্নাস লাবুশেনের হাতে জমা পড়ে। পরের ওভারেই অলিভ পোপকে বোল্ড করে আরেকটি ডাক উপহার দেন তিনি।

এই দুটি উইকেটের সঙ্গে স্টার্ক দুটি বড় রেকর্ডও গড়েন, ডে-নাইট টেস্টে সর্বোচ্চ উইকেট এখন তার ঝুলিতে ৮৩ উইকেট, যা দ্বিতীয় স্থানে থাকা প্যাট কামিন্সের (৪৩ উইকেট) চেয়ে ৪০ বেশি। এছাড়া পিঙ্ক-বল টেস্টে কোনো একটি দলের বিরুদ্ধে সর্বাধিক উইকেট, ইংল্যান্ডের বিপক্ষে তার উইকেট ২০, যা বিশ্বে সর্বোচ্চ।

এক দলের বিপক্ষে পিঙ্ক-বল টেস্টে সর্বোচ্চ উইকেটধারী ২০ মিচেল স্টার্ক বনাম ইংল্যান্ড, ১৭ মিচেল স্টার্ক বনাম ওয়েস্ট ইন্ডিজ, ১৬ শামার জোসেফ বনাম অস্ট্রেলিয়া, ১৬ আলজারি জোসেফ বনাম অস্ট্রেলিয়া।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ড ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৬ রানে ব্যাট করছে। ওপেনার জ্যাক ক্রাউলি খেলছেন ৭৬ রানের দারুণ ইনিংস। ডাকেট ও পোপ দুজনই স্টার্কের শিকার হয়ে শূন্য রানে আউট হন। এরপর জো রুট ও হ্যারি ব্রুক ইংলিশ ইনিংস সামলে নেন। রুট অপরাজিত ৬১ রান নিয়ে খেলছেন, ব্রুকের সংগ্রহ ২৪।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148931