বগুড়ার শেরপুরে দুর্বৃত্তের আগুনে ২টি খড়ের পালা পুড়ে ছাই

বগুড়ার শেরপুরে দুর্বৃত্তের আগুনে ২টি খড়ের পালা পুড়ে ছাই

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শেরপুরে গভীররাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ২টি খড়ের পালা পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের পুরাতন পানিসাড়া গ্রামের কৃষক তৌহিদুল ইসলামের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক তৌহিদুল ইসলাম বলেন, রাতের বেলা হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ার কিছুক্ষণ পরে বাইরে অনেক আলো দেখা যাচ্ছিল। গিয়ে দেখি আমার খড়ের পালায় আগুন লেগেছে। পরে স্থানীয়দের ও ফায়ার সার্ভিসের সহয়োগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। তবে অগ্নিকাণ্ডে খড়ের পালা দুটি পুড়ে যাওয়ায় আমার ৭০ থেকে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

আমার ধারণা কেউ শত্রুতা করে আমার খড়ের পালায় আগুন দিয়েছে। তিনি এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ও সিভিল ডিফেন্স ইনচার্জ বখতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148930