বড়পর্দায় তৌসিফ নায়িকা তুষি

বড়পর্দায় তৌসিফ নায়িকা তুষি

বিনোদন ডেস্কঃ  বড়পর্দায় শিগগিরই দেখা যেতে পারে ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুবকে। সেখানে কে হচ্ছেন নায়িকা? গতকাল ফেসবুকে নাজিফা তুষির সঙ্গে তিনটি ছবি পোস্ট করেছেন তৌসিফ মাহবুব। লিখেছেন, ‘এ হাওয়া আমায় নেবে কতদূর’। ছবি ও পোস্ট প্রকাশের পর অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

তৌসিফের প্রকাশ করা ছবিগুলোতে দেখা যায়, ভিন্ন মোডে দাঁড়িয়ে তিনি। স্বভাবসুলভ হাসি নেই, বরং এক ধরনের ভাবুক অভিব্যক্তি। পোস্টটি ঘিরে রাশি রাশি মন্তব্য। কেউ লিখছেন ‘নতুন সিনেমার ইঙ্গিত’, আবার কেউ ধারণা করছেন ‘ওয়েবফিল্ম’, কেউ বলছেন মিউজিক ভিডিওর অংশ হতে পারে।

জানা গেছে, নাম ঠিক না হওয়া নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন তৌসিফ ও তুষি। তবে বিষয়টি নিয়ে এখনো মুখ খুলছে না প্রযোজনা প্রতিষ্ঠান। তারা আপাতত কোনো তথ্য প্রকাশ করতে রাজি নয়। বিষয়টি জানতে যোগাযোগ করা হলে নাজিফা তুষি বলেন, ‘তৌসিফের সঙ্গে কোনো কাজ করছি না। দেখা হয়েছিল, তাই ছবি তুলেছি, তা ছাড়া আর কিছ্ ুনা।’ অথচ ইন্ডাস্ট্রির সবাই জানে, কাজ ছাড়া দেখা করার মানুষ তুষি নন, ছবি তোলা তো দূরের কথা। তৌসিফ মাহবুব বলেন, ‘অভিনয় যারা করেন, তাদের সবার ইচ্ছে থাকে একদিন বড়পর্দায় কাজ করবেন। আমারও ইচ্ছে আছে। আশা করছি সবকিছু ঠিক হলে সবাইকে জানাব।’

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148929