মস্কো বৈঠকের পর মায়ামিতে বসছে ইউক্রেন-যুক্তরাষ্ট্র

মস্কো বৈঠকের পর মায়ামিতে বসছে ইউক্রেন-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : মস্কোতে ব্যর্থ বৈঠকের পরদিন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসবেন মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। হোয়াইট হাউজ জানায়, মায়ামিতে অনুষ্ঠেয় ওই বৈঠকে কিয়েভের পক্ষ থেকে যোগ দেবেন তাদের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ।

এর আগে বুধবার জেলেনস্কি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক কয়েক দিনের মধ্যেই হবে। এক্স-এ দেওয়া বিবৃতিতে তিনি বলেন, এই মুহূর্তে পৃথিবী স্পষ্টভাবে অনুভব করছে যে যুদ্ধ শেষ করার বাস্তব সুযোগ তৈরি হয়েছে। তবে তিনি যোগ করেন, আলোচনা অবশ্যই রাশিয়ার ওপর চাপ বজায় রেখে হতে হবে।

বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পাঁচ ঘণ্টা আলোচনা করেন উইটকফ। তার সঙ্গে ওই আলোচনায় যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। বৈঠক শেষে ক্রেমলিন জানায়, ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে ওই আলোচনায় কোনও ‘সমঝোতা’ হয়নি। আলোচনা পুরোপুরি সফল হয়নি, তা পরোক্ষভাবে স্বীকার করে নিয়ে ট্রাম্প বলেন, বৈঠক ‘মোটামুটি ভালো’ ছিল। তবে ফল কী হবে তা এখনই বলা যায় না, কারণ এ ধরনের বিষয়ে দু’পক্ষের সম্মতি লাগে। বৈঠকে উইটকফ ও কুশনারের উপলব্ধি নিয়ে এক সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, যুদ্ধ অবসানে পুতিনের সদিচ্ছা তারা দেখেছেন কিনা। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, (পুতিন) যুদ্ধ শেষ করতে চান। তাদের এমনটাই মনে হয়েছে। সূত্র : রয়টার্স

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148897