আজ সারা দেশের মানুষ খালেদা জিয়ার জন্য কাঁদছে, দোয়া করছে : রিজভী
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য শিশুদের দোয়া নিশ্চয়ই মহান আল্লাহ কবুল করবেন। কারণ তারা নিষ্পাপ। আজ সারা দেশের মানুষ তার জন্য কাঁদছে। মাদ্রাসার এতিম শিশুরাও তার জন্য দোয়া করছে। তিনি শুধু একটি দলের নন।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর আদাবরের জামিয়া আরাবিয়া আহসানুল উলূম মাদ্রাসা ও এতিমখানায় জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের আয়োজনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। রিজভী বলেন, আমরা এমন একজন মানুষের জন্য দোয়া করছি, যিনি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে ও মানুষের কাছে ওয়াদা করে কখনও ভঙ্গ করেননি। তিনি রাজনীতিতে আসার দিন থেকেই মানুষের কল্যাণ, তাদের সুখ-দুঃখের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তাকে দেশ ছেড়ে চলে যেতে প্রলোভন দেখানো হয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার পথেই থেকেছেন।
বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার জন্য বিএনপির চেয়ারপারসনকে দীর্ঘ সময় ধ্বংসপ্রাপ্ত কারাগারে বন্দি রাখা হয়েছিল। তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। এমনকি তার খাবারে বিষ প্রয়োগের বিষয়েও মানুষের মনে সন্দেহ রয়েছে। একটি সুস্থ মানুষ হেঁটে হেঁটে কারাগারে গিয়ে আড়াই বছর পর হুইলচেয়ারে করে বেরিয়ে আসেন-এ দৃশ্য দেশবাসী আজও ভুলতে পারেনি। তার চোখের অস্ত্রোপচারসহ নানা শারীরিক জটিলতায়ও তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। তবুও তাকে মাটি ও মানুষের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করা যায়নি। তাই আজ সারা দেশের মানুষ তার জন্য কাঁদছে। মাদ্রাসার এতিম শিশুরাও তার জন্য দোয়া করছে। তিনি শুধু একটি দলের নন। নানা রাজনৈতিক দল, পেশাজীবী, আলেম-ওলামা এবং বিভিন্ন রাষ্ট্রনায়করাও তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148881