আজ দিল্লী সফরে যাচ্ছেন পুতিন

আজ দিল্লী সফরে যাচ্ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: দুই দিনের সফরে ভারতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারতে এটা তার প্রথম সরকারি সফর। ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি দিল্লিতে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সফরে পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করবেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন। এর আগে পুতিনের শেষ ভারত সফর ছিল ২০২১ সালের ডিসেম্বরে।
 
দ্য মিন্টের প্রতিবেদন মতে, মোদির সঙ্গে পুতিনের দ্বিপাক্ষিক বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠকে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্বকে শক্তিশালী করবে। এসইউ-৫৭ যুদ্ধবিমান এবং এস-৫০০ আলোচনায়

 এদিকে পুতিনের ভারত সফর ঘিরে আন্তর্জাতিক পরিমণ্ডলে শুরু হয়েছে নানা আলোচনা। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের এই সফরে এসইউ-৫৭ যুদ্ধবিমান এবং এস-৫০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ে চুক্তি করতে পারেন মোদি।
 
আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে রুশ প্রেসিডেন্টের নয়াদিল্লি সফরের আইনি জটিলতা নিয়েও প্রশ্ন উঠছে। তবে ভারত রোম স্ট্যাটিউটে অনুস্বাক্ষর না করায় আইসিসির সব বাধ্যবাধকতা দেশটির আদালত ও সরকারের ওপর প্রযোজ্য নয়।
 
রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যের জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের তীব্র উত্তেজনা চলমান। এমনকি ভারতকে উচ্চশুল্কের শাস্তিও দেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এসব শাস্তির তোয়াক্কা না করেই পুতিনকে নিজ দেশে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী। তা সাদরে গ্রহণও করেন পুতিন। রুশ প্রেসিডেন্টের নয়াদিল্লি সফর ঘিরে রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পাঁচ স্তরের বিশেষ নিরাপত্তা বলয়, ডজনখানেক স্নাইপার, ড্রোন নজরদারি আর এআই মনিটরিং সব মিলিয়ে নেয়া হয়েছে ব্যতিক্রমী ব্যবস্থা।
 
পুতিন দিল্লিতে পৌঁছানোর পরই পুরো নিরাপত্তা জোন সক্রিয় হবে। ড্রোন ও ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা ব্যবহার করে কন্ট্রোল রুম থেকে পুতিনের কনভয়ের ওপর সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।
 
এদিকে রাশিয়ার প্রেসিডেন্টের ভারত সফর নিয়ে টাইমস অব ইন্ডিয়ায় নিবন্ধ লিখেছেন ইউরোপের তিন দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির দূত। নিবন্ধে ইউক্রেনে রুশ হামলাকে নির্বিচার আক্রমণ ও শান্তির প্রতি অনীহা হিসেবে অভিহিত করেছেন তারা। পুতিনের সফরের ঠিক আগেই এ ধরনের পদক্ষেপকে ‘অস্বাভাবিক ও অগ্রহণযোগ্য’ বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়। ভারতের সঙ্গে সামরিক চুক্তি অনুমোদন রুশ পার্লামেন্টের 

 
পুতিনের সফরের আগেই ভারতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন দিয়েছে রাশিয়ার পার্লামেন্ট। গত মঙ্গলবার (২ ডিসেম্বর) চুক্তিটি পার্লামেন্টে অনুমোদন পায়। গত সপ্তাহে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের অনুমোদনের জন্য প্রস্তাবটি রাশিয়ার পার্লামেন্ট ডুমায় পাঠানো হয়েছিল। খবর এনডিটিভির।
 
পার্লামেন্টের স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন পূর্ণাঙ্গ অধিবেশনে বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কৌশলগত এবং বিস্তৃত। আমরা সেই সম্পর্কের মূল্য দেই। আজকের চুক্তির অনুমোদন পারস্পরিক সহযোগিতা এবং অবশ্যই আমাদের সম্পর্কের উন্নয়নের দিকে আরেকটি পদক্ষেপ।’
 
এই চুক্তি কেবল সেনা ও সরঞ্জাম পাঠানোই নয়, তা সরবরাহ ব্যবস্থাও নিয়ন্ত্রণ করবে। যৌথ মহড়া, প্রশিক্ষণ, মানবিক সহায়তা, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের পরে ত্রাণ প্রচেষ্টা এবং অন্যান্য ক্ষেত্রে সম্মতি অনুসারে কাজ করবে দুই দেশ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148874