দেশের ক্রান্তিলগ্নে ভূমিকা রেখেছে আলেম সমাজ : উপদেষ্টা আসিফ
বিগত ১২ বছরে আলেম সমাজকে কোনোকাজে স্বীকৃতি দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার রাতে রাজধানীর হাজারীবাগে আন্তর্জাতিক কেরাত সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আসিফ বলেন, ইসলামিক চর্চার কারণে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের ক্রান্তিলগ্ন থেকে নিজেদের অধিকার আদায়ে, সংগ্রামে আলেম সমাজ ভূমিকা রেখেছে। তবে বিগত ১২ বছরে আলেম সমাজকে স্বীকৃতি দেয়া হয়নি।
তিনি আরও বলেন, খেলাধুলার বাইরে ইসলামিক চর্চার কারণে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ পরিচিতি পেয়েছে।
এ সময় আগামীতে হাজারীবাগ এলাকায় নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি দেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/148858